অতিমারী পরিস্থিতিতে প্রধান অতিথি ছাড়াই পালিত হবে এ বছরের প্রজাতন্ত্র দিবস। হাজির থাকবেন না কোনও বিদেশ রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার জানাল হল কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘এ বছর বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোনও দেশের রাষ্ট্রনেতা।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর মিলেছিল, দক্ষিণ আমেরিকার দীপরাষ্ট্র সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি থাকতে পারেন প্রজাতন্ত্র দিবসে। তাও শেষমেশ করোনা পরিস্থিতির কারণেই বাতিল হয়ে যায় বলে জানা গেছে।
শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হাজির থাকার কথা ছিল। কিন্তু ডিসেম্বরের শুরুতেই ব্রিটেনে করোনাভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়তে গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। নতুন করে দেশে লকডাউন জারি করা হয়। এই সঙ্কটে পরিস্থিতি সামাল দিতেই ভীষণ ব্যস্ত তিনি, তাই তিনি আসতে পারবেন না বলেই জানিয়েছেন।