শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধের কাউন্টডাউন। শাসকদল-বিরোধীদের বাকযুদ্ধে সরগরম রাজনৈতিক মহল। এবার ফের পুলিশকর্মীদের আক্রমণ করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে এবার পুলিশকর্মীদের পেনশন বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন তিনি। “একুশে বদলের সঙ্গে বদলাও চাই।” হুঁশিয়ারি দিয়ে বললেন রাজু।
গতকাল সাঁইথিয়ায় জনসভা করেন রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও রাজ্য সরকারের পাশাপাশি এদিন তাঁর নিশানায় ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। প্রথমে পুলিশকে নিশানা করে তিনি বলেন, “বিজেপি কর্মীদের টেনশন দিলে পুলিশ কর্মীদের ভবিষ্যতে পেনশন বন্ধ হয়ে যাবে। এমনকী সাসপেনশনও হয়ে যেতে পারে।” এরপরই কর্মীদের উদ্দেশ্যে বলেন, “অনুব্রত মণ্ডলের বাহিনী যদি আপনাদের পগারপার করে দিতে আসে তাহলে বলব, পা ভেঙে দিন।” তৃণমূলকে তীব্র আক্রমণ করে রাজু সুর চড়িয় বলেন, “বিধানসভা ভোটে বুথের কাছে এসে কেউ মস্তানি করলে তিনি হেঁটে আসবেন, খাটে যাবেন।”
এরপরই কঙ্কালীতলায় অনুব্রত মহাযজ্ঞকে রাবণের ধার্মিকতার সঙ্গে তুলনা করে বলেন, “রাবণও এমন যজ্ঞ করে ছিল। রামের কাছ থেকে বাঁচতে পারেনি। অনুব্রতও পারবে না।” রাজু বন্দ্যোপাধ্যায়ের এমন আক্রমণাত্মক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল। যদিও পরে তিনি উত্তর দেন। “বিজেপির ওই নেতা প্রায়ই জেলায় এসে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে মানুষের মনে ক্ষোভ জন্মাচ্ছে। তাতে যদি কেউ ওর হাত-পা ভেঙে দেন তাহলে আমার কিছু বলার থাকবে না।” জানিয়েছেন অনুব্রত।