টেলিভিশন রেটিং পয়েন্ট জালিয়াতি মামলায় নয়া মোড়। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন চিফ একজিকিউটিভ অফিসার পার্থ দাশগুপ্তর সঙ্গে রিপাবলিক টিভির অন্যতম কর্ণধার তথা সাংবাদিক অর্ণব গোস্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসে তীব্র শোরগোল শুরু হল বিভিন্ন মহলে।
অর্ণব ও পার্থর মধ্যে ৫০০ পেজের একটি হোয়াটস্যাপ চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে ২০১৯ সালের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত দু’জনের আলোচনায় রিপাবলিক টিভির ব্যবসা বৃদ্ধির জন্য সরাসরি পিএমও বা প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য নেওয়ার কথা বলেছেন অর্ণব গোস্বামী। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চাওয়ার কথাও উঠে এসেছে এই হোয়াটসঅ্যাপ কথোপকথনে। টিআরপি বৃদ্ধির জন্য অর্ণব-পার্থর কথোপকথনে একাধিক জায়গায় উঠে আসে বিজেপি নেতা ও মন্ত্রীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ। একটি জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন অর্ণব। তবে টিআরপি জালিয়াতি মামলায় প্রধানমন্ত্রীর দফতরের নাম উঠে আসায় সবচেয়ে বেশি শোরগোল শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ কথোপকথন মুম্বই পুলিশের মাধ্যমেই ফাঁস হয়েছে।
টিআরপি জালিয়াতি মামলায় এখন জেলে রয়েছেন বার্ক-এর প্রাক্তন কর্তা পার্থ দাশগুপ্ত। এই প্রেক্ষিতে এই হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস নিয়ে অর্ণব গোস্বামীকে নিশানা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কিশোর। ট্যুইটারে অর্ণব গোস্বামী তো বটেই বিজেপি সরকারকেও নিশানা করেন তিনি, লেখেন, যে কোনও আইনের দেশে দীর্ঘদিনের জন্য জেল হত অর্নব গোস্বামীর।