আগামিকাল শনিবার রাজ্যজুড়ে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়ে যাবে। দুপুর একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবান্ন থেকে ভার্চুয়ালি এই টিকাকরণ কর্মসূচির তদারকি করবেন। টিকাকরণ শুরু হবে সকাল সকাল ৯ টা থেকে। ২০৭টি সরকারি হাসপাতাল সহ ২১০ টি জায়গায় হবে টিকা।
যে তিনটি সরকারি হাসপাতালে আজ করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে সেগুলি হল, এম আর বাঙুর, বি সি রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি হাসপাতাল ও আলিপুরের কমান্ড হাসপাতাল বুধবার জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ডের ডোজ। আর বৃহস্পতিবার গ্রিন করিডর করে টিকা পৌছল শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে।
কলকাতা পুরসভার বালিগঞ্জ স্টোর থেকে শুক্রবার আরও কয়েকটি জায়গায় ভ্যাকসিন অ্যম্পুল বণ্টন করা হয়। ইতিমধ্যেই এই স্টোরে ৭৭ হাজার ভ্যাকসিন সংরক্ষণ করা হয়েছে। তার কিছু অংশ, ১৬ তারিখ টিকাকরণের জন্য কলকাতার ৪টি পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৪টি সরকারি হাসপাতালে আজ বণ্টন করা হবে। ৩টি বেসরকারি হাসপাতাল হল, ঢাকুরিয়া আমরি, অ্যাপোলো ও আর এন টেগোর হাসপাতাল।