শুধুই কৃষক বিরোধী জয়, কেন্দ্রীয় সরকারের এই তিনটি কৃষি আইন জনস্বার্থ বিরোধীও। শুধুমাত্র পুঁজিপতিদের জন্যই এই ৩টি আইন প্রণয়ন করেছে মোদী সরকার। আজ তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন থেকে এমনই অভিযোগ তুলে ফের কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
বৃহস্পতিবার কৃষি আইনের সমালোচনা করেন কাকলি বলেন, ‘‘কেন্দ্রের কৃষি আইন শুধু কৃষক বিরোধী নয়, তা জনসাধারণ বিরোধীও। কারণ এই আইনের মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অত্যাবশকীয় পণ্য চাল, ডাল, আলু, পেঁয়াজকে আনা হয়েছে। এর ফলে একদিকে যেমন মজুতদারদের হাত শক্ত হবে, তেমনই অন্য দিকে ওইসব দ্রব্যের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম নির্ধারিত করবেন মজুতদাররা। ফলে কৃষকরা তাঁদের যথার্থ ফসলের দাম পাবে না এবং মূল্যবৃদ্ধির কারণে ধনী, মধ্যবিত্ত ও দরিদ্ররাও ক্ষতিগ্রস্ত হবেন।’’
কৃষকদের প্রতি বিজেপি সরকারের কোনও দায়বদ্ধতা নেই, তাদের দায়বদ্ধতা রয়েছে কেবল পুঁজিপতিদের প্রতি এই দাবি করে আজ কাকলি জানান, এই আইনের ফলে দেশের কৃষি ও কৃষক পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হবে। ন্যূনতম সহায়ক মূল্যের জন্য কৃষকদের স্বার্থে করা স্বামীনাথন কমিটির রিপোর্ট মানেনি মোদী সরকার। যার ফলে উপকৃত হবেন শুধুমাত্র পুঁজিপতিরা। নিজেদের স্বার্থে পুঁজিপতিরাই এই আইন তৈরি করে দিয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।