করোনা নেগেটিভ হওয়ার পরদিনই কোর্টে নেমে জিতলেন সাইনা নেহওয়াল। মালয়েশিয়ার প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরেকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন সাইনা। ২১-১৫, ২১-১৫ গেমে জিতে থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে পোঁছোলেন তিনি। তবে হেরে গেলেন আরেক কোভিডেজয়ী খেলোয়াড় এইচ এস প্রণয়।
প্রসঙ্গত, দেশে থাকাকালীন একবার কোভিড পজিটিভ হয়েছিলেন সাইনা। দীর্ঘদিন পরে টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন থাইল্যান্ডে। সেখানেও কোভিডে আক্রান্ত হওয়ায় স্বভাবতই মনমরা হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এরপরেই চূড়ান্ত ধন্দ তৈরি হয়। সকালে তাঁর রিপোর্ট পজিটিভ হলেও বিকেলে নেগেটিভ আসে। তখন জানানো হয়, কোর্টে নামতে তাঁর কোনো বাধা নেই। একই কাণ্ড ঘটেছে প্রণয়ের সঙ্গেও।
বুধবার সাইনা শুরু করেছিলেন তাঁর চেনা আক্রমণাত্মক ছন্দেই। প্রথম এবং দ্বিতীয় সেট, দু’বারই বিরতিতে ১১-৫ এগিয়ে ছিলেন। দু’বারই সেট জিততে খুব একটা পরিশ্রম করতে হয়নি। তবে প্রণয় প্রথম রাউন্ডেই হেরে যান মালয়েশিয়ারই লি জি জিয়ার কাছে। ২১-১৩, ১৪-২১, ৮-২১ গেমে জেতেন জিয়া। এদিকে সাইনা জিতলেও, প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ। পাশাপাশি, স্বদেশী শাটলার সৌরভ বর্মাকে ২১-১২, ২১-১১ হারিয়ে প্রথম রাউন্ডে জেতেন কিদাম্বি শ্রীকান্ত।