এবার আই লিগে খেলতে বড় দিনের আগেই কলকাতায় পৌঁছে গেলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছোন তিনি। এই মরসুমে মহমেডানের হয়ে খেলবেন জামাল। জানিয়েছেন, নতুন দলের হয়ে খেলতে ভীষণ উৎসাহী তিনি।
গত অক্টোবর মাসেই মহমেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন জামাল। কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ায় জামালের মহমেডানে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়দ। গত ১৯শে ডিসেম্বর জামালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ দুপুরে কলকাতায় এসে পৌঁছান ৩০ বছর বয়সী এই মিজফিল্ডার। জানান, “দারুণ খুশি মহমেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।”
ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে জামালের। জন্ম ডেনমার্কে। সেখানেই তাঁর ফুটবল শিক্ষার শুরু। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেলের মতো ক্লাবে খেলেছেন তিনি। সইফ স্পোর্টিং ক্লাব থেকে তিনি লোনে এলেন মহমেডানে। বাংলাদেশের হয়ে খেলেছেন ৪৭টি ম্যাচ। আই লিগের আগে জামালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে শক্তি বাড়াবে সাদা-কালো শিবিরের, এমনটাই অনুমান করছে বাংলার ফুটবলমহল। আগামী ৯ই জানুয়ারি শুরু হবে আই লিগ। প্রথম দিনই খেলতে নামছে মহমেডান। প্রতিপক্ষ সুদেভা দিল্লি এফসি। সাত বছর পর আই লিগের মূলপর্বে খেলবে মহমেডান স্পোর্টিং। ময়দান সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মহমেডানের নতুন টিডি হতে পারেন প্রাক্তন সবুজ-মেরুন কোচ শঙ্করলাল চক্রবর্তী।