কলকাতা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে, কয়েক দিন বাদেই তার শুনানি। সেদিন রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে, তারা কবে কলকাতার পুরভোট করাতে চায়। তা না হলে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করা হবে বলে বিচারকরা জানিয়েছেন। এবার আগেভাগেই সেই কাজ করে রাখার সিদ্ধান্ত নিল নবান্ন। সুপ্রিম কোর্টে পুরভোট মামলার পরবর্তী শুনানির আগেই কলকাতা পুরসভায় স্পেশ্যাল ইনডিপেন্ডেন্ট অফিসার বসাবে রাজ্য।
একই সঙ্গে আদালতকে এ-ও জানিয়ে দেওয়া হবে, এখনই ভোট করানোর ইচ্ছা নেই তাদের। মূলত বর্তমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে ভোট না করানোর পক্ষে মত দেবে রাজ্য সরকার। সঙ্গে একই কথা জানিয়ে রাখবে নির্বাচন কমিশনকেও। উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। গত শুনানিতে আদালত জানিয়েছিল, পুরভোটের নির্ঘণ্ট না জানালে কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসিয়ে দেবে তারা। তাই আদালত কলকাতা পুরসভায় স্পেশ্যাল অফিসার বসিয়ে দেওয়ার আগে নিজেরাই সেই পদে নিয়োগ সেরে রাখতে চায় সরকার।