নয়া কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে অনড় কৃষকরা৷ সরকারের তরফে যে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল তা মানতে নারাজ কৃষক সংগঠনগুলি৷ এরপর কৃষক নেতাদের হওয়া বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার কৃষকরা দিল্লী-উত্তরপ্রদেশ জাতীয় সড়ক ও রাজস্থানের জাতীয় সড়ক অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে৷ এর পাশাপাশি দিল্লিতে অবরোধ করতে পারেন তাঁরা৷
এদিন কৃষক ও কেন্দ্রের ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল৷ কিন্তু কৃষকরা নেতারা মঙ্গলবার রাতেই জানিয়ে দেয় যে, সরকারের প্রস্তাব পেলে তা নিয়ে নিজেদের মধ্যে প্রথমে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷
সেই অনুযায়ী এদিন তিনটি কৃষি বিলে সংশোধন করে পাঠানো হয় সরকারের তরফে। যদিও, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, সংশোধনী নয়, তিনটি কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।
কৃষক নেতারা জানিয়েছেন, ‘সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ প্রস্তাব পড়ার পর সেটি আমারা খারিজ করে দিয়েছি৷’ পাশাপাশি কৃষকরা জানিয়েছেন, আইন প্রত্যাহার না করা হলে তারা আন্দোলন জারি রাখবে৷ সমস্ত জেলায় ১৪ ডিসেম্বর ধর্নায় বসবে কৃষকরা৷ ১২ ডিসেম্বর জয়পুর-দিল্লী জাতীয় সড়ক ব্লক করা হবে৷ কৃষক আন্দোলনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন ,‘সরকার বৈঠকে যে আশ্বাস দিয়েছিল তা প্রস্তাবে ঠিক করে লেখা নেই ৷’ তাদের দাবি মানা না হলে জারি থাকবে আন্দোলন ৷