দুয়ারে সরকার কাজে বেরিয়ে আর বাড়ি ফিরলেন না বারুইপুরের তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি সুবীর ঘোষ। বাড়ির পাশে পুকুলে সকালে তাঁর দেহ ভেসে থাকতে দেখা যায়। ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের তরফে জানানো হয়েছে যে ঘটনার উপযুক্ত তদন্ত করা হবে এবং অবিলম্বে দোষীদের ধরা হবে।
মঙ্গলবার রাতে দুয়ারে সরকার কাজের জন্য বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবীর ঘোষ। কিন্তু গভীর রাত পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। সকালে পরিবারের লোকেরা খাঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে দেহ ভেসে উঠতে দেখা যায়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করেন। মাদারহাট পঞ্চায়েত প্রাক্তন সদস্য ছিলেন তিনি।