বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকায় প্রতিবছরই হাতির হামলায় প্রাণ হারান বহু মানুষ। যার ফলে বিপদে পড়তে হয় তাঁদের পরিবারকে। তাই হাতির হামলায় মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই ঘোষণা অনুযায়ী চাকরি দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করল বন দফতর। উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল কর্তৃপক্ষকে গত পাঁচ বছরে হাতির হামলা মৃতদের তালিকা ও মৃত ব্যক্তির পরিবারের কে চাকরি করতে চায় তার তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সেই নির্দেশ পাওয়ার পরেই কাজ শুরু করে দিয়েছে। গত পাঁচ বছরে এই দুই বনাঞ্চল এলাকায় যাঁরা হাতির হামলায় মারা গিয়েছেন তাঁদের পরিবারের কারা সরকারি চাকরি নিতে ইচ্ছুক তার তালিকা তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়। যে ব্যাক্তি চাকরি করতে চান তাঁর পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও নেওয়া হচ্ছে। হাতির হামলায় মৃতের পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে বন দফতরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই এই কাজ গুটিয়ে এনেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন, ‘আমরা হাতির হামলায় মৃত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে কারা চাকরি পেতে চান তাঁদের নাম নিচ্ছি। পরিবারের অন্যান্য সদস্যদের নো অবজেকশন সার্টিফিকেটও নেওয়া হচ্ছে। এই রিপোর্ট আমরা খুব শিঘ্রই রাজ্যে পাঠিয়ে দেব।’ একই কাজ শুরু করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষও। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী আমরা গত পাঁচ বছরে আমাদের এলাকায় হাতির হামলায় মৃতদের বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করছি। এই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব।’