দিল্লীর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ঘুষ দিয়েছেন বলে অভিযোগ করেছিলাম বিজেপি নেতা কপিল মিশ্র। সেই মন্তব্যের জন্য উক্ত বিজেপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জৈন। এবার সেই কারণে আদালতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কপিল মিশ্র। অতীতে আপের সদস্য ছিলেন কপিল। পরে বিজেপিতে যোগ দেন।
২০১৭ সালের ৭ মে তিনি বিবৃতি দেন, যে সত্যেন্দ্র জৈন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দু’কোটি টাকা ঘুষ দিয়েছেন। তাঁর সামনেই ৫ মে নাকি এই ঘটনা ঘটেছিল। তিনি কেজরিওয়ালকে জিজ্ঞেস করেন, কেন তাঁকে টাকা দেওয়া হল। কেজরিওয়াল কিছু বলতে চাননি। তার পর বলেছিলেন, ‘রাজনীতিতে এসব হয়েই থাকে।’
এই বিবৃতির পরেই কপিল মিশ্রর বিরুদ্ধে মামলা করেন সত্যেন্দ্র জৈন। ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় (মানহানি) কপিলকে সমন পাঠায় আদালত। এরপর গতকাল এমপি/এমএলএ বিশেষ আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে কপিল মিশ্র ‘নিঃশর্তভাবে ক্ষমা’ চান। একইসঙ্গে তাঁর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।