দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। আবু ধাবিতে প্রথমে ব্যাট করে দিল্লী করেছিল চার উইকেটে ১৬২ রান। রান তাড়া করতে নেমে মুম্বই ২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। চার বারের চ্যাম্পিয়নদের জয়ের পিছনে অবদান রয়েছে কুইন্টন ডি’ কক (৫৩), সূর্যকুমার যাদবের (৫৩)। দলের প্রয়োজনে ঝলসে ওঠে দু’ জনের ব্যাট।
গতকাল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুটা ভাল হয়নি দিল্লির। দারুণ ছন্দে থাকা পৃথ্বী শ (৪) শুরুতেই আউট হন ট্রেন্ট বোল্টের বলে। ক্রুনাল পাণ্ড্যর সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হন অজিঙ্ক রাহানে (১৫)।
১৬৩ রানের রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। মাত্র ৫ রানেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তবে দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে দলের হাল ধরেন কুইন্টন ডি’কক। ৩৬ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। সূর্যকুমারও অর্ধ-শতরান পূর্ণ করেন। তবে অহেতুক বড় শট খেলার প্রবণতায় ফিরতে হয় তাঁকে। ৩২ বলে ৫৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যানটি। এরপর হার্দিককে শূন্য রানে ফিরিয়ে চাপ বাড়ান স্টোইনিস। ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলেন ঈশান কিষাণ। শেষে পোলার্ড ১১ ও ক্রুণাল পান্ডিয়া ১২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।