উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনের প্রশাসনিক বৈঠক থেকেই উত্তরের মানুষদের সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হল জমি। বহুদিন ধরেই এই জমির চাহিদা ছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে। আজই সেই জমি তুলে দেওয়া হল বিমানবন্দর অধিকর্তার হাতে। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এই জমি সম্প্রসারণের কাজ শুরু হয়ে যেতে পারে।
ইতিমধ্যেই ২৮ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভায় বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য ১০৪ একর জমি হস্তান্তর প্রক্রিয়ায় চূড়ান্ত সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিমানবন্দরের সামনের অংশে থাকা চা বাগানের জমির লিজ তুলে নিয়ে সরকারের মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে (এএআই) দেওয়ার নথিপত্র তৈরি শুরু হয়ে গিয়েছে। গত ৭ সেপ্টেম্বর জমি হস্তান্তর বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রিসভায় এক দফা আলোচনা হয়েছে।
রাজ্য জমি দেওয়ায় এবার শুরু হয়ে যাবে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে বাগডোগরার নতুন বিমানবন্দরের কাজ। প্রস্তাবিত নতুন পরিকাঠামো তৈরির পরে বিমানবন্দরের নাম ভাবা হচ্ছে- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়াও আরও কয়েকটি নামের প্রস্তাব এসেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে। রাজ্যের তরফে সেগুলি এএআই-কে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিমান মন্ত্রক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে।