কয়েকমাস ধরেই দূষণ নিয়ন্ত্রণে এবং করোনা কালে পারস্পরিক ছোঁয়াচ এড়াতে এই দ্বিচক্র যান চলাচলে জোর দিয়েছিল নিউটাউন। এবার নিউটাউনে সূচনা হয়ে গেল অ্যাপ নির্ভর সাইকেল পরিষেবার। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
সাধারণ মানুষও ছোঁয়াচ এড়াতে সাইকেলে চেপে অফিস যাচ্ছেন অনেকটা পথ পেরিয়ে। সেই প্রেক্ষিতে অ্যাপ নির্ভর সাইকেল তাৎপর্যপূর্ণ। সেই কারণে নিউটাউনে এই অ্যাপ সাইকেল চালু করার সিদ্ধান্ত। এ প্রসঙ্গে পুরমন্ত্রী জানিয়েছেন, “করোনা সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই সাইকেল ব্যবহারে আগ্রহী। তাছাড়া, এতে নিউটাউনের দূষণ যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনই শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাও উন্নত হবে। সে কারণেই অ্যাপ সাইকেল চালু হল।”
বিশ্বজুড়েই সাইকেলে যাতায়াতে জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এনকেডিএ জানিয়েছে, প্রথমধাপে নিউটাউন জুড়ে ৫০০টি সাইকেল নামানো হয়েছে। এর মধ্যে ১০০টি প্যাডেল চালিত। বাকি ৪০০টি সাইকেল চলবে ব্যাটারিতে।
জানা গিয়েছে, সাইকেল পেতে গেলে প্লে স্টোর থেকে ‘চার্টার্ড বাইক’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ওই অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করলেই কিউ আর কোডের লিংক এবং সাইকেলের নম্বর মোবাইলে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে। ওই কিউ আর কোড সাইকেলের সামনে থাকা কিউ আর কোডের সঙ্গে স্ক্যান করালেই খুলে যাবে তালা। নিউটাউনের নারকেলবাগান মোড়, ইকো পার্কের ৪টি গেট, রবীন্দ্র তীর্থ, বলাকা আবাসন মোড়-সহ গুরুত্বপূর্ণ ২০টি মোড়ে সাইকেলগুলি রাখার জন্য স্ট্যান্ড তৈরি করা হয়েছে। সাইকেলের জন্য তৈরি আলাদা পৃথক লেন তো বটেই, এছাড়া যে কোনও রাস্তার একপাশ দিয়ে সাইকেল চালানো যাবে নয়া উপনগরীতে।