ভারতীয় ক্রীড়া জগতের অনেকেই তাঁকে জলের প্রজাপতি বলে আখ্যা দেন। উদ্দাম ঢেউয়ের মাঝেও তিনি ছিলেন ‘বাটারফ্লাই কুইন’। সেই বাঙালি সাঁতারু তথা প্রথম মহিলা পদ্মশ্রী আরতি সাহার ৮০তম জন্মদিনে ডুডলে শ্রদ্ধা জানাল গুগল।
২০ বছর বয়সে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন আরতি সাহা। তার আগে কখনও কোনও মহিলা ক্রীড়াবিদ পদ্মশ্রী পাননি। সেদিক থেকেও রেকর্ড গড়েছিলেন আরতি। ১৯৯৪ সালে মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় আরতি সাহার।
১৯৪০ সালের ২৪ সেপ্টেম্বর কলকাতায় জন্ম আরতি সাহার। খুব ছোট বয়সেই সাঁতার শেখা শুরু করেছিলেন আরতি। ভারতের অন্যতম সেরা সাঁতারু শচীন নাগের ছাত্রী ছিলেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন আরতি। ১১ বছর বয়সে ফের রেকর্ড গড়েন তিনি।
১৮ বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করতে নামেন আরতি সাহা। কিন্তু প্রথম বার সফল হননি। ভেঙে না পড়ে শচীন নাগের তত্বাবধানে চলে কঠোর অনুশীলন। ঠিক পরের বছর ইংলিশ চ্যানেল জয় করেন তিনি। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে সেটাই ছিল ইংলিশ চ্যানেল জয়ের মাইলফলক।