লাদাখে চীন-ভারত দ্বৈরথের মতই মানচিত্র বিতর্কে অশান্তি চলছে ভারত-নেপাল সীমান্তে। কিছুদিন ধরেই নেপাল ভারত বিরোধী অবস্থান নিয়েছে। কয়েকমাস আগে লিপুলেখ ও কালাপানি-সহ তিনটি ভারতীয় ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বিবাদের সূচনা করেছিল তারা। এবার ভারতের জায়গা দখল নেওয়ার জন্য অভিনব চক্রান্তের জাল বুনছে ওলি সরকার। গোয়েন্দা সূত্রে খবর, কালাপানি সীমান্তের তিনটি গ্রামের বাসিন্দাদের টাকা ও সম্পত্তির লোভ দেখিয়ে নেপালের নাগরিক বানাতে চাইছে কাঠমাণ্ডু। তারপর তাদের বসবাসের জায়গাগুলিকে নিজেদের দেশের অংশ বলে দাবি করতে চাইছে।
সূত্রের খবর, লাদাখে ভারত-চীন সংঘাতের আবহেই উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার কালাপানি এলাকায় অবস্থিত তিনটি গ্রাম কুটি, নাভি ও গুঞ্জিতে নিজেদের এজেন্ট পাঠাতে শুরু করে নেপাল। ভারতের ওই তিনটি গ্রামের বাসিন্দাদের ফোন করে নেপালের নাগরিকত্ব গ্রহণের পরামর্শ দেয়। এর বদলে প্রচুর টাকা ও নেপালে সম্পত্তি পাইয়ে দেওয়ার লোভও দেখায়। ভারতীয় নাগরিকরা এই ধরনের আলোচনায় রাজি না হলেও নেপাল সরকারের তরফে বারবার বিরক্ত করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই ঘটনা সম্পর্কে ভারতীয় ওই তিনটি গ্রামের বাসিন্দারা নয়াদিল্লীকে চিঠি লিখে সব জানিয়েছেন। কোনও ভাবে তাঁরা ভারতীয় নাগরিকত্ব হারাতে চান না বলেও উল্লেখ করেছেন।