বিতর্কিত মন্তব্য করে বরাবর শিরোনামে থাকেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার রীতিমতো সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে বসলেন তিনি।
উত্তর-পূর্বের ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। মাত্র ২৫ লক্ষ বাসিন্দার রাজ্যে প্রতিদিন গড়ে ৫০০ জন করোনা আক্রান্ত হচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য খাতে অব্যবস্থা নিয়ে গণমাধ্যমে প্রচুর অভিযোগ আসছে। রাজ্য মিডিয়া কোভিড পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনা করছে।
আর এতেই চটেছেন বিপ্লব দেব। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছু সংবাদপত্র কোভিড-১৯ মেডিকেল ম্যানেজমেন্ট সম্পর্কিত সংবাদ প্রকাশের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমিও তাদের ক্ষমা করব না। বিপ্লব দেব কখনও তাদের ভুলবে না। আমি যেটা বলি সেটাই করি। ইতিহাস তার সাক্ষী থাকবে।’
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামাল রুজু করেছে। গত কাল শুনানিতে, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের কাছে সব রিপোর্ট ও অভিযোগের জবাব এক সপ্তাহের মধ্যে চেয়ে পাঠিয়েছে। মনে করা হচ্ছে, সেই প্রেক্ষিতেই ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
মুখ্যমন্ত্রীর এই হুমকির সমালোচনা করেছে সাংবাদিক মহল। বিপ্লব দেব সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বলে তাঁদের অভিযোগ।