উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক মহেশ নেগির বিরুদ্ধে অবশেষে ধর্ষণের মামলা দায়ের করল দেরাদুন পুলিশ। কয়েক সপ্তাহ আগেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নিগৃহীতা। কিন্তু অভিযোগ, পুলিশ এফআইআর নিতে চায়নি। বরং বিধায়কের সঙ্গে মিটমাট করে নিতে তাঁর উপর চাপ দেওয়া হয়েছিল। তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত মহেশ নেগির বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিয়েছে।
পুলিশ সুপার (এসএসপি) অরুণ মোহন জানান, এই মামলায় যে কেউই আবার তাঁর বয়ান অভিযোগ আকারে দায়ের করতে পারেন। বয়ানের মধ্যে দ্বন্দ্ব থাকলে সেক্ষেত্রে পলিগ্রাফি করানো হবে বলে জানিয়েছেন পুলিশকর্তা।
ঘটনার তদন্তকারী অফিসার ও নিগৃহীতার একটি অডিয়ো ক্লিপং সামনে এসেছে। দেরাদুনের এসএসপি অরুণ মোহনের কাছে ধর্ষিতা লিখিত ভাবে অভিযোগ করেন, অভিযুক্ত বিধায়কের সঙ্গে ‘সমঝোতা’ করার জন্য সাব-ইনস্পেক্টর নীমা রাওয়ত তাঁর উপর চাপ সৃষ্টি করছেন। নিগৃহীতা পুলিশকর্তার কাছে আর্জি জানান, অন্য কাউকে দিয়ে এই মামলার তদন্ত করানো হোক।
নিগৃহীতা একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি বিধায়কের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ শুধু নয়, তাঁর শিশুর বাবা হিসেবেও বিধায়কের নাম জানান। নিগৃহীতা বলেন, আমার সন্তানের ডিএনএ টেস্ট করলেই সত্যিটা সামনে চলে আসবে। সন্দেহ নিরসনে আমি সন্তানের ডিএনএ টেস্ত করাতে রাজি আছি। অভিযুক্ত বিজেপি বিধায়কের অবশ্য বক্তব্য জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।