মঙ্গলবার মধ্যরাতে জেল থেকে ছাড়া পেলেন উত্তর প্রদেশের ডাক্তার কাফিল খান। ছাড়া পেয়েই তিনি জানালেন, “আমি এসটিএফের কাছে কৃতজ্ঞ। কারণ মুম্বই থেকে মথুরা আনার পথে তারা আমাকে এনকাউন্টারের নামে হত্যা করেনি”। গত বছরের শেষদিকে কাফিল খান আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ভাষণ দেন। ২৯ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়। তিনি মুম্বইতে সিএএ বিরোধী প্রতিবাদ-আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন।
মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, চিকিৎসককে আটকে রাখা বে আইনি। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়। বিচারপতিদের মতে, ডাক্তার তাঁর ভাষণে এমন কিছু বলেননি যাতে ঘৃণার বাতাবরণ সৃষ্টি হতে পারে বা হিংসায় ইন্ধন যোগাতে পারে।
ছাড়া পাওয়ার পর যোগী আদিত্যনাথের সমালোচনা করে কাফিল খান বলেন, “রামায়ণে মহর্ষি বাল্মীকি বলেছিলেন, রাজাকে রাজধর্ম মেনে চলতে হবে। উত্তরপ্রদেশে রাজা রাজধর্ম মেনে চলছেন না। তিনি বালকের মতো অবুঝ।”
কাফিল খানের মা নুজাত পরভিন বলেন, “আমার ছেলে যে জেল থেকে বেরিয়ে এসেছে, তাতে আমি খুশি। দীর্ঘদিন বাদে আমি তাকে দেখতে পেলাম। স্পর্শ করতে পারলাম।”