প্রোটোকল মেনে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালুর আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি পাঠাল রাজ্য। সূত্রের খবর, শুক্রবার রাতেই রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছেছে। সেপ্টেম্বর থেকে ট্রেন, মেট্রো চালু হলে রাজ্যের কোনও আপত্তি নেই, তা জানিয়ে গোটা বিষয়ে রাজ্যের সঙ্গে পরামর্শ করেই যাতে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।
আনলক ৪ পর্যায়ে কি দেশজুড়ে রেল পরিষেবা পুরোপুরি সচল হবে? বাংলায় কি চালু হবে লোকাল ট্রেন, মেট্রো? এ নিয়ে হাজারও জল্পনার মধ্যে প্রোটোকল মেনে রেল বোর্ডকে চিঠি পাঠালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর থেকে এ রাজ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালানোর আরজি জানানো হয়েছে তাতে। সূত্রের খবর, শুক্রবার রাতে রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছনো চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পরিষেবা চালু হলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে কীভাবে ট্রেন ও মেট্রো চলবে, তা রাজ্যের সঙ্গে পরামর্শ করেই যেন স্থির করে রেল বোর্ড।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট সংখ্যায় লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে। আপত্তি নেই রাজ্যের। তবে আনুষ্ঠানিকভাবে সেই আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি লেখার কথা রাজ্যের। শুক্রবার রাতে সেই চিঠিই পাঠালেন স্বরাষ্ট্রসচিব।