করোনা মহামারী রুখে দেওয়া যাবে। কিন্তু দেশে এখন চলছে রাজনৈতিক মহামারী। এক ভয়াবহ ভারতবর্ষের দিকে এগিয়ে চলেছি আমরা। এই পরিস্থিতিতে অত্যাচারের বিরুদ্ধে লড়বে ছাত্রছাত্রীরা। ‘আমি বলি হাম করেঙ্গে আর যদি দরকার হয় মরেঙ্গে ভি’। শুক্রবার এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় আগাগোড়া রণংদেহি মেজাজে ছিলেন মমতা। তিনি বলেন, ‘রাজ্যের তরুণ সম্প্রদায় জোটবদ্ধ হয়ে বিজেপির কালো মুখোশ টেনে খুলে দিন। ভারতবাসীর হৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে শপথ নিন, ২০২১ সালে ভারতের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার।’ মমতার কথায়, এখন এক কাপ চা খেতে গেলেও আপনাকে ঠিকুজি কুষ্ঠি জানাতে হবে। আর তা না করলে আপনি বাদ।
ছাত্র যুবদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান, ‘অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। স্কুল-কলেজ বন্ধ, এখন এলাকার মানুষের পাশে থাকুন। বিজেপির প্রচুর টাকা। তারা ইচ্ছাকৃত ফেক নিউজ ছড়িয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করবে। ভোট যত এগিয়ে আসবে, বিজেপির ফেক নিউজ ছড়ানো বাড়বে।’ এর মোকাবিলা করারও দাওয়াই বাতলে দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘বিজেপির ৫ টি মিথ্যাচারের জবাব দিন ১০ টি সত্যি দিয়ে।’ কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘রাজ্যগুলোকে একটিও টাকা দিচ্ছে না কিন্তু কেনা-বেচার খেলায় টাকার অভাব নেই।’
এদিন নিট-জেইই নিয়েও সুর চড়িয়েছেন মমতা। ‘পরীক্ষা দিতে গিয়ে একটি পড়ুয়ারও যদি খারাপ কিছু হয়, তার দায় কেন্দ্র নেবে তো?’ প্রশ্ন মমতার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘যতটুকু না করলেই নয়, ঠিক ততটাই করতে হবে।’ অনলাইন বা অফলাইন কিংবা মিশ্র পদ্ধতিতে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা খতিয়ে দেখতে বলেন শিক্ষামন্ত্রীকে। পাশাপাশি জানিয়ে দেন, সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না। পুজোর আগে করা যায় কিনা দেখতে বলেন শিক্ষামন্ত্রীকে। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতার প্রশ্ন, ‘মন কি বাত করার সময় একবার ছাত্রছাত্রীদের মনের কথা জিজ্ঞেস করুন। তাঁরা যা চাইবে আমরা তা মেনে নেব। তাঁরা তো ভাবছে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত পৌঁছব কী করে।’
এদিন ভার্চুয়াল সভা থেকে মমতার ঘোষণা আগামী ১৬ সেপ্টেম্বর রাজ্যের কৃষিজমির আলে দাঁড়িয়ে কেন্দ্রের কৃষক বঞ্চনার প্রতিবাদ জানাবেন কৃষকরা। সময় বের করতে পারলে অংশ নেবেন মমতাও। আগামী বছর থেকে ৯ আগস্ট পালন করা হবে ছাত্র দিবস হিসেবে।