গত ৯ আগস্ট রাতে নয়াদিল্লীর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপরে সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তাঁর। কিন্তু তারপরে আর জ্ঞান ফেরেনি তাঁর।
গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তবে ফুসফুস ও কিডনির সমস্যা থাকলেও প্রণব মুখোপাধ্যায়ের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক। শুক্রবার দিল্লীর সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হল। এদিন হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে বলা হয়, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল।’