ছেলের মদ্যপানের প্রতিবাদ করায় ছেলের হাতেই প্রাণ গেল বাবার! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দক্ষিণ হিঙ্গলগঞ্জের মালোপাড়ায়। জানা গিয়েছে, অভিযুক্ত বিশ্বজিৎ হালদার প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। চিৎকার-চেঁচামেচি, ঝামেলা করত। বাবা বিশ্বনাথ হালদার একাধিকবার ছেলেকে বোঝানোর চেষ্টাও করেছেন। কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহঃস্পতিবার রাতেও একইভাবে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে বিশ্বজিৎ। ঘরে ঢোকার সময় বাবা দরজা আটকায়। সেই সময় দু’জনের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, তখনই বৃদ্ধ বাবাকে মারধর করতে শুরু করে অভিযুক্ত। এরপর আচমকা গলা টিপে ধরলে মৃত্যু হয় বিশ্বনাথবাবুর।
প্রতিবেশীদের কথায়, বিশ্বজিৎ নিত্য অশান্তি করত। পরিবার শুধু নয়, তাঁরাও তার আচরণে বিরক্ত ছিল। তবে এমন পরিণতি কল্পনাও করেননি কেউ। এই ঘটনার পর অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।