জেইই-নিট পরীক্ষা পিছনোর দাবিতে বুধবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য অ-বিজেপি শাসিতা রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি। সেই অলোচনায় মমতার দেওয়া প্রস্তাব মতো শুক্রবার একটি পিটিশন দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে। এরপরেও নতুন করে এই ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। এদিন টুইটারে একটি ভিডিও বার্তা শেয়ার করে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন তিনি। এদিন একদিকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের সভায় পরীক্ষা নেওয়া নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করছেন, ঠিক তার কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় আসে সোনিয়ার বার্তা।
টুইটে তিনি লিখেছেন ‘পড়ুয়ারা দেশের ভবিষ্যৎ, তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে আছে। সেই কারণে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করা আমাদের কর্তব্য।’ ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ছাত্ররা, আপনাদের অবস্থা আমরা বুঝতে পারছি। এই পরীক্ষার ইস্যু আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিন্তা শুধু আপনাদের হচ্ছে, এমন নয়, আপনাদের পরিবারেরও হচ্ছে। আপনারা দেশের ভবিষ্যৎ। ভারতের ভবিষ্যৎ গড়ার কাজে আমরা আপনাদের উপরেই নির্ভর করি৷ তাই আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনাদের ভালমন্দের দিকটাই সবার আগে বিচার করা দরকার। আমি আশা করব সরকার আপনাদের কথা শুনবে আর আপনাদের মত প্রকাশের স্বাধীনতা দেবে। সরকারের প্রতি আমার এটাই আবেদন।’