বিক্রি কমে গেছে। আগামীদিনে চাহিদাও সেভাবে চোখে পড়ছে না। তাই এবার ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাইছে বিখ্যাত মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা হার্লে ডেভিডসন।
প্রায় একদশক আগে ভারতে প্রবেশ করেছিল বিখ্যাত এই আমেরিকান মোটরবাইক সংস্থা। ইতিমধ্যেই আউটসোর্সিংয়ের জন্য বিভিন্ন অটোমোবাইল কোম্পানির সঙ্গে কথা বলছে সংস্থাটি। হরিয়ানার বাওয়ালে সংস্থার যে কারখানা রয়েছে, তা বিক্রি করে দেওয়ার ভাবনা চলছে।
হার্লে ডেভিডসন চাইছে নতুন করে ৫০টি জায়গায় ব্যবসা ধরতে। তার মধ্যে উত্তর আমেরিকা, ইওরোপ ও এশিয়া প্যাসিফিকের একাধিক অঞ্চল রয়েছে। সংস্থার আশা এই সমস্ত জায়গায় ব্যবসা জমিয়ে ফেলতে পারলে লাভের অংশ কয়েকগুণ বাড়বে। দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্টের পর হার্লে ডেভিডসনের তরফে জানানো হয়েছে, ‘যে সমস্ত আন্তর্জাতিক মার্কেটে বিক্রি কমে গেছে। লাভের পরিমাণও কম। সেখান থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে।’ জানা গেছে গত আর্থিক বছরে ভারতে হার্লে ডেভিডসনের বিক্রি হয়েছে ২৫০০ ইউনিটেরও কম।
যদি সত্যিই হার্লে ডেভিডসন ভারত থেকে পাততাড়ি গোটায়, তাহলে তা হবে দ্বিতীয় আমেরিকান সংস্থা, যারা ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিল। ২০১৭ সালে আমেরিকার অটোমোবাইল সংস্থা জেনারেল মোটরস গুজরাতের কারখানা বিক্রি করে দিয়েছিল।