প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সকালে জানিয়েছিলেন, প্রণব মুখোপাধ্যায় কিছুটা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কিন্তু বেলা বাড়তেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হল, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তাঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘ফুসফুসের সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন এবং বিশেষ চিকিৎসকের একটি দল তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন’।
প্রসঙ্গত, মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হওয়া প্রাক্তন রাষ্ট্রপতি শরীরে করোনাভাইরাস সংক্রমণ মেলে। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে বিদেশে তথা রাজনৈতিক মহলে।