বাংলার যে কোনো প্রান্তেই বিগত কয়েকদিন ধরে বিজেপি শিবিরে ভাঙন হয়েই চলেছে। এদিনও তার ব্যতিক্রম ঘটল না। আজ, হুগলির তারকেশ্বরে শতাধিক বিজেপি কর্মী গেরুয়া শিবির ত্যাগ করে যোগ দিলেন জোড়াফুল শিবিরে। তাঁরা প্রত্যেকেই হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলায় দলের এহেন শক্তিবৃদ্ধিতে খুশি রাজ্যের শাসকদলও।
জানা গিয়েছে, রবিবার হুগলির তারকেশ্বরে তৃণমূলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন কর্মীদের হাতে তুলে দেওয়া হয় দলের পতাকা। এদিনই ঘাসফুল শিবিরে ফিরে আসেন লাল্টু বাগ। লোকসভা নির্বাচনের মুখে দলবল নিয়ে তৃণমূল ছেড়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু একবছর যেতে না যেতেই ফের ‘ঘর ওয়াপসি’। কিন্তু কেন? এ বিষয়ে লাল্টু বাগ বলেন, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই ফের দলবদলের সিদ্ধান্ত।
এদিন তাঁর অভিযোগ, বিজেপিতে যোগদানের পর একাধিকবার তাঁর উপর হামলা করা হয়। সর্বসমক্ষে তাঁকে বারংবার অপদস্তও করা হয়। সব মিলিয়েই বিজেপির সঙ্গ দেওয়া তাঁর পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এছাড়াও, তাঁর অভিযোগ পদ্মশিবিরে তিনি ঠিকভাবে মানুষের সেবা করতে পারছিলেন না। তাই ফের পুরনো দলে ফিরে এলেন। প্রসঙ্গত, কিছুদিন ধরেই রাজ্য বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন জেলার বহু কর্মী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। সম্প্রতি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরেও একই ছবি ধরা পড়েছে।