চলতি সপ্তাহের সোমবার থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ধর্মতলা-শিয়ালদহ অংশে পুরোপুরি কাজ বন্ধ হয়ে গেছে। কারণ, সেখানে কর্মরত বেশ কয়েকজন কর্মী এইমুহূর্তে করোনা আক্রান্ত। এই খবর জানার পরেই আক্রান্তদের পাঠানো হয় আইসোলেশনে। বাকিদের কোয়ারেন্টাইনে। ঘটনায় আতঙ্ক ছড়ায় সব কর্মীদের মধ্যে। যার জেরে আর কাজ শুরু করা হয়নি। সেখানে থাকা সকলেরই করোনা পরীক্ষা হয়। যাদের ধরা পড়েনি তাদের রাখা হয় কোয়ারেন্টাইনে। তবে এবার জানা গেছে, আগামী ২৩ তারিখ থেকে নিয়ম মেনেই কাজ শুরু হবে।
তবে সব কর্মীদের একসঙ্গে নয়। ধীরে ধীরে যাদের কোয়ারেন্টাইনে থাকার ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁদের দিয়েই কাজ শুরু হবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজারের দিক থেকে সুড়ঙ্গ কাটতে কাটতে শিয়ালদহের দিকে যাচ্ছে টানেল বোরিং মেশিন ঊর্বি। কিন্তু সেই কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন একের পর এক কর্মী।
লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে থমকে ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আনলক ওয়ানে জুনের ১৫ তারিখ থেকে কাজ শুরু হয়। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে সুড়ঙ্গ খোঁড়ার কাজে নামেন কর্মীরা। কিন্তু তার মাঝেই এই বিপত্তি। একের পর এক কর্মীর রিপোর্ট পজিটিভ আসতে থাকে। তারপরেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা। মোট ১৫০ জন কর্মী সুড়ঙ্গ তৈরির জন্য কাজ করছিলেন।