আজ জম্মু-কাশ্মীরের বরামুলায় নওগম সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গীদের। এই সংঘর্ষে কমপক্ষে দুই জঙ্গী নিহত হয়েছে। সেনার এক মুখপাত্র জানান, “নওগম সেক্টরের নিয়ন্ত্রণরেখায় সন্দেহজনক গতিবিধি দেখে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়। নিরাপত্তা বাহিনী চ্যালেঞ্জ করলে, গুলি ছুড়তে থাকে জঙ্গীরা। পালটা গুলিতে ঘটনাস্থলেই খতম হয় দুই জঙ্গী। নিহত দুই জঙ্গীর সঙ্গে থাকা দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে”।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার মুখে পড়ে ভারতীয় সেনার একটি কনভয়। কোনও মৃত্যু না-হলেও এক সেনা জওয়ান-সহ দু’জন জঙ্গীদের গুলিতে ঘায়েল হয়েছেন। এই ঘটনার চার দিন আগেও পুলওয়ামায় জঙ্গী হামলার মুখে পড়ে সিআরপিএফের কনভয়।