এবার রাজ্য বিজেপির অন্দরে হানা দিল মারণ করোনা ভাইরাস। সূত্রের খবর, এদিন করোনায় আক্রান্ত হয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর রক্ত পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান নেত্রী। এদিকে লকেট চট্টোপাধ্যায় রিপোর্ট পজিটিভ আসার পরেই অনির্দিষ্টকালের জন্য রাজ্য বিজেপি পার্টি অফিসে নেতাদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে রাজ্য বিজেপি সূত্রে।
এদিন টুইটে লকেট চট্টোপাধ্যায় জানান, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সূত্রের খবর, এর সাথেই সর্দি, কাশি সহ করোনার উপসর্গ ছিল তাঁর। এরপর দুবার নমুনা সংগ্রহ করা হয়। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় টেস্ট করা হয়। শুক্রবার সেই রিপোর্টও পজিটিভ আসে। আপাতত এই বিজেপি নেত্রী হোম আইসোলেশনেই থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই বিজেপি সাংসদের সংস্পর্শে কারা এসেছিলেন সেই তালিকাও তৈরি করে তাঁদের নজরদারিতে রাখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন শেষবার রাজ্য বিজেপি পার্টি অফিসে এসেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই সময়ও প্রচুর লোকজনের সমাগম হচ্ছিল পার্টি অফিসে। অন্যদিকে, লকডাউন শুরুর প্রথম থেকেই রাজনৈতিক কাজে বিভিন্ন জায়গায় সরেজমিনে উপস্থিত থেকেছিলেন লকেট চট্টোপাধ্যায়। কিছুদিন আগেও হুগলিতে গিয়ে বিক্ষোভ দেখান নেত্রী। যদিও প্রতিবারই মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে দেখা গিয়েছে নেত্রীকে। কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। করোনা আক্রান্ত হলেন বিজেপি সাংসদ।