বিশ্বব্যাপী লকডাউন তুলে দেওয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানাল, করোনা নামক মারক ব্যাধি থেকে এখনই নিস্তার নেই বিশ্ববাসীর। এ বিপদ এত সহজে কাটার নয়। এখনও অনেক অপেক্ষা করতে হবে।
হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস জানান, “আমরা সবাই চাই, এটা শেষ হোক। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু কঠিন বাস্তব হল, করোনা বিদায় নেওয়ার ধারেকাছেও নেই। কয়েকটা দেশ ভালভাবে প্রতিরোধ করলেও এই মহামারি আরও ছড়িয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ভাইরাসটি নতুন নতুন জায়গায় ছড়ানোর সম্ভাবনাও প্রবল।”
টিকা আবিষ্কার নিয়ে হু-এর জরুরি বিভাগের কর্তা মাইকেল রায়ান বলেন, “নিরাপদ এবং কার্যকরী প্রতিষেধক আবিষ্কারের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে বিশ্ব। প্রতিষেধক তৈরির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তার মানে এই নয় যে, করোনার টিকা আবিষ্কৃত হবেই।”
প্রসঙ্গত, চীন করোনাভাইরাসের বিপদ নিয়ে হু-কে সতর্ক করেছিল ঠিক ছ’মাস আগে। তারপর আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির জেরে করোনা আজ মহামারির আকার নিয়েছে। আবার হু দাবি করেছে, আমেরিকা-সহ বহু দেশ তাঁদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। কারণ যাই হোক, করোনা আজ বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে।