লকডাউনেও মানুষের সমস্যার সমাধান করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী ‘দিদিকে বলো’। লকডাউনে সমস্যায় পড়েছেন বাগনান বিধানসভার অসংখ্য ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত মানুষ। ‘দিদিকে বলো’র নম্বরে ফোন করে উপকৃত হয়েছেন তাঁরা।
বাগনানের ৫০ জন ক্যান্সার আক্রান্তকে লকডাউনের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। এরা প্রত্যেকে ‘দিদিকে বলো’র ফোন নম্বরে ফোন করে উপকৃত হয়েছেন।
কয়েকজন ক্যান্সার আক্রান্ত রোগী ‘দিদিকে বলো’ ফোন নম্বরে ফোন করে তাঁদের সমস্যার কথা জানান। তারপরেই সরকারি উদ্যোগে সেইসব রোগীর কাছে ওষুধ পৌঁছে দেওয়া হয়। বিধায়ক অরুণাভ সেন নিজে উদ্যোগ নিয়ে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে ওই সব এলাকায় ক্যান্সার আক্রান্ত মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, ‘কাউকে ওষুধ পৌঁছে দেওয়া, আবার কারও জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা ছাড়াও নানান ভাবে তাঁদের সহযোগিতা করা হয়েছে। বাগনান কলেজের ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ পালের নেতৃত্বে থ্যালাসেমিয়া রোগী ও অন্য রোগীদের জন্যে রক্তের জোগান অব্যাহত রাখা হয়।