মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলে কখনই কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেননা। যখনই কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দল। কাউকে বহিষ্কার করা হয়েছে। কেউ হাতে পেয়েছেন শো-কজের চিঠি। মমতা স্পষ্ট জানিয়েছেন তাঁর দলে কোনও দুর্নীতির জায়গা নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে ফিরহাদ হাকিম ফের স্পষ্ট করে জানালেন যে, ‘দুর্নীতিগ্রস্তদের ঠাঁই নেই তৃণমূলে’।
ফিরহাদ বলেন, “তৃণমূলে থেকে জনসেবার বদলে নিজের সেবা করা যাবে না। দুর্নীতিগ্রস্তদের কোনও ঠাঁই হবে না এই দলে।”একই সুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। রবিবার শ্রীরামপুরের একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, “কিছু জায়গায় অনিয়ম হয়েছে, স্বজনপোষণ হয়েছে, দল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই কাজ একমাত্র তৃণমূলই পারে।”
বেশ কিছুদিন ধরেই তৃণমূল নেতা-কর্মী থেকে পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করছে বিরোধীদল ও রাজ্যের মানুষ। অভিযোগ উঠছিল যে, বহু নেতা ব্যক্তিগত স্বার্থে আমফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় নামই তোলেননি আসল দুর্গতদের। খবর কানে পৌঁছতেই বারবার সকলকে সাবধান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন। শাস্তির মুখে পড়তে হয়েছে বহু অভিযুক্তকে। এবার সেই দুর্নীতি প্রসঙ্গেই মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।