স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষিত সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের বা এইচএইচডব্লিউ–রা যাঁরা শহরে পরিষেবা দিচ্ছে তাঁদের জন্য এক বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করলেন তিনি। সরকারের এই উদ্যোগ পরের মাস, অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে চালু হবে। এই প্রকল্পের আওতায় যে সাম্মানিক স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাঁরা মাসিক সাড়ে ছ’হাজার টাকা করে পাবেন।
মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন, শহর এলাকার প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালাচ্ছি। তারই অংশ হিসেবে আমি বাংলার সরকারের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে সব প্রশিক্ষিত সাম্মানিক স্বাস্থ্যকর্মী শহর এলাকায় পরিষেবা দিচ্ছেন, তাঁদের জন্য আর্থিক ইনসেনটিভের প্যাকেজ চালু করা হচ্ছে। এই সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তাঁরা গর্ভবতী মহিলা ও শিশুদের যত্ন নিতে পারেন, বাড়ি বাড়ি গিয়ে প্রতিষেধক কর্মসূচি, যক্ষ্মা নির্মূল করা এবং এ ধরনের অন্যান্য কর্মসূচি সফল করতে পারেন। এভাবেই আমাদের কাজ জোরদার করা হবে।
১ জুলাই থেকে শুরু এই কর্মসূচিতে ৬,৫০০ সাম্মানিক স্বাস্থ্যকর্মী উপকৃত হবেন। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে স্বাস্থ্যকর্মীরা কাজে আরও উৎসাহ পাবেন বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। মা ও শিশুর স্বাস্থ্যের যত্নে বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতির মধ্যে শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিলে অন্যান্য রোগ সম্পর্কে জানতে পারবেন। ফলে আরও যত্ন নেওয়া যাবে।
করোনা পরিস্থিতিতে প্রশাসন চাইছে গণস্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে। সেই প্রচেষ্টারই অঙ্গ হিসাব এটিকে উল্লেখ করা যায়। গণস্বাস্থ্যের উন্নতি ও প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে এটি একটি বড় পদক্ষেপ, মনে করছে সংশ্লিষ্টমহল।