সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের নতুন এই জুটি ভারতীয় ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ।এমনটাই মনে করেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ বর্তমানে বোর্ড প্রেসিডেন্ট। দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তাঁদের জুটির উপরেই অনেকটা নির্ভর করছে আগামী প্রজন্মের উত্থান।
লক্ষ্মণ বলেছেন, ‘‘ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট এখন সৌরভ, এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। এই জুটি খুব ভাল কাজ করছে। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য এই জুটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে সব ফর্ম্যাটে ভারতীয় দল যদি সাফল্য পেতে চায় তা হলে অধিনায়কের পাশাপাশি এই জুটির উপরেও অনেকটা নির্ভর করতে হবে।’’
গত ডিসেম্বরে দ্রাবিড়ের ভূমিকা কিছুটা বাড়িয়ে দিয়েছেন সৌরভ। প্রত্যেক ক্রিকেটারকেই দলে সুযোগ পাওয়ার আগে এনসিএ-তে ফিটনেস পরীক্ষা পাশ করে আসতে হবে। সৌরভ বলেছিলেন, ‘‘রাহুলের কাছ থেকে অনেক কিছু আশা করি। ও সব সময়েই পোক্ত কাজে বিশ্বাসী। রাহুলের ভূমিকা আমরা আরও বাড়াচ্ছি। আগামী মরসুম থেকে ওর দায়িত্ব আরও বেড়ে যেতে পারে।’’
প্রসঙ্গত, অবসর নেওয়ার পরেও ভারতীয় ক্রিকেট প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁরা। দু’জনে আলাদা পদে থাকলেও ভারতীয় ক্রিকেট তাঁদের এক সুতোয় বেঁধে রেখেছে। দ্রাবিড়ের দায়িত্ব নতুন প্রজন্মের ক্রিকেটার তুলে আনা। সৌরভের দায়িত্ব, ভারতীয় ক্রিকেটকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার।