থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় বিজেপি নেতা সায়ন্তন বসুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল দাঁতন থানার পুলিশ। এর পাশাপাশি মেদিনীপুরের রাস্তায় মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করার জন্য ও বেআইনি জমায়েত করার জন্য বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, রাজ্য বিজেপি–র সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি–র জেলা সভাপতি শমিত দাসের বিরুদ্ধে মেদিনীপুরের কোতয়ালি থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৬, ১২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে মারা যান পবন জানা নামে এক যুবক। তিনি পরিযায়ী শ্রমিক। দু’সপ্তাহ আগে মুম্বই থেকে ফেরেন। ঘটনার দিন বিকেলে ছেলের জন্মদিন উপলক্ষে কিছু জিনিস কিনতে গিয়ে গোলমালে জড়িয়ে পড়েন। তাঁর মৃত্যুর পরই তাঁকে নিজেদের কর্মী দাবি করে বিজেপি নেতারা তাঁর দেহের দখল নেন। কলকাতা থেকে শনিবার দেহ নিয়ে মেদিনীপুরে বিজেপি–র জেলা কার্যালয়ে আনা হয়।
মিছিল করেই মৃতদেহ নিয়ে ৭০ কিলোমিটার দূরে দাঁতনের কুশমি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। সেখান থেকে কর্মীদের তাতিয়ে দিয়ে সায়ন্তন বসু প্রয়োজনে দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। সেই হুমকির পরই বিজেপি কর্মীরা চড়াও হন পুলিশের ওপর। পুলিশকর্মীদের মারধর করে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।