এই মুহূর্তে বিশ্বের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৯০ লক্ষ। মৃতের সংখ্যা প্রায় ৫ লক্ষের কাছাকাছি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র আমেরিকা, তারপরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া এবং ভারত। আক্রান্তের সংখ্যা দিন প্রতি এমনভাবে বাড়ছে যে উদ্বেগ কমার কোন লক্ষ্যণই নেই। এই পরিস্থিতিতে ট্রাম্পকে একহাত নিলেন হু প্রধান। নাম না করে ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বললেন মহামারী নিয়ে রাজনীতি বন্ধ হোক।
করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে অভিযোগের আঙুল তুলে আসছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উপযুক্ত ব্যবস্থা নিতে দেরি করেছে। অন্যদিকে, সব জানা সত্ত্বেও চীনের পক্ষপাতিত্ব করছে হু। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক এতটাই খারাপ জায়গায় গিয়েছে যে আমেরিকা আর্থিক সাহায্য পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি এমন কিছু ভালো জায়গায় আসেনি। তাই বিশ্ব নেতাদের কাছে হু প্রধানের আর্জি, রাজনীতির সময় এটা নয়। মহামারী নিয়ে রাজনীতি বন্ধ হোক।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রাজিল, রাশিয়া এবং ভারতের ভাইরাস পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সেই প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্বনেতাদের এক হয়ে লড়াই আহ্বান জানিয়েছেন হু প্রধান। যদিও রাজনীতি বন্ধ করার আর্জি মূলত ডোনাল ট্রাম কে উদ্দেশ্য করেই বলা তা বুঝতে বেশি সময় লাগে না। কারণ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে সবচেয়ে বেশি আগ্রাসন দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের পক্ষপাত নেওয়া থেকে শুরু করে, পরিস্থিতি বুঝেও বিশ্বকে আগে থেকে সতর্ক না করার মত একাধিক অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকে ছুঁড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই হু প্রধানের মতে, মহামারী পরিস্থিতি নিয়েও রাজনীতি করছে আমেরিকা। সেই প্রেক্ষিতেই মূলত এই বার্তা।