ব্যতিক্রমী মন্তব্য করতে দিলীপ ঘোষের জুড়ি নেই। এই করতে গিয়ে বিতর্কেও জড়িয়েছেন। তবে তাতে দমে যাবার পাত্র নন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার রথযাত্রার দিন ফের সেই উদাহরণ দিলেন। জানালেন, ‘দেশি ঠাকুর জগন্নাথদেব।’
প্রশাসনের বারণ। তাই এবার রথ টানেননি দিলীপ ঘোষ। তবে প্রতিবছর যেখানে রথ টানতে আসেন, এবারও সেই বাগবাজার হনুমান মন্দিরে এলেন বিজেপি রাজ্য সভাপতি। পুজো দিলেন। তারপর দিলীপ ঘোষ বললেন, ‘রথ টানলাম না। পুজো দিলাম। জগন্নাথ একেবারে দেশিয় ঠাকুর । কোনও বিদেশি জিনিস গ্ৰহণ করেন না। তাই তাঁকে পুজো দিয়ে দেশের এই পরিস্থিতিতে লড়তে চাই।’ বাগবাজার হনুমান মন্দির ছাড়াও এদিন কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরেও পুজো দেন বিজেপি রাজ্য সভাপতি।
ক্ষমতায় এলে তৃণমূলের সঙ্গে বদলা নেওয়া হবে বলে সম্প্রতি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘যারা কাপুরুষ তারা ক্ষমার কথা বলে। বলে হিংসা করব না। হিংসা ছাড়া পৃথিবীতে কোনও সমস্যার সমাধান হয়নি।’ এর মধ্যে চীনকেও টেনে আনেন দিলীপবাবু। বলেন, ‘আমরা যদি চীনকে বলি, হিন্দী-চীনি ভাই ভাই, তাহলে আরও খানিকটা নিয়ে নেবে এদেশের। যে যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলাটাই পৃথিবীর দস্তুর। যে পারে না, সে নিশ্চিহ্ন হয়ে যায়।’