আজ সকালেই পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ তুলে গোষ্ঠীসঙ্ঘর্ষ হয়েছিল মালদায়। আর বিকেলেই আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতির পদত্যাগের দাবিতে সরব হলেন দলীয় কর্মীরাই। সোমবার কাটোয়ায় বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে ঘন্টা দুয়েক ধরে বিক্ষোভ দেখালেন তাঁরা। পোস্টারে তাঁর আর্থিক দুর্নীতির কথা লিখে, দলীয় পতাকা নিয়ে চলল বিক্ষোভ।
সপ্তাহ দেড়েক আগে উম্পুন বিপর্যয়ে দলের পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রীর হিসেব চেয়ে দলের গ্রামীণ জেলা সভাপতির বাড়ির সামনে কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। সোমবার একই ছবি দেখা গেল বিজেপি নেতার বাড়ির সামনে। তবে এদিনের বিক্ষোভে শামিল হন দলের আরও বেশি কর্মী, সমর্থক। এদিন কাটোয়া কারবালাতলায় কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে টানা ২ ঘন্টা বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। এমনকি, কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে, পদত্যাগের দাবিও জানান তাঁরা।
এদিন বিজেপির কাটোয়া বিধানসভার ৪৩ নম্বর মণ্ডল কমিটির কর্মীদের বিক্ষোভে পূর্বস্থলী এলাকার বেশ কয়েকজন বিক্ষুব্ধ দলীয় কর্মীও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে উৎপল সাঁতরা, দেবজ্যোতি মণ্ডলরা অভিযোগের সুরে বলছেন, ‘বিগত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দলের দেওয়া ২৬ লক্ষ টাকার হিসাব দেননি কৃষ্ণ ঘোষ। এছাড়া অমিত শাহের কলকাতার সভার সময় খরচ হিসাবে দল থেকে দেওয়া টাকার হিসাব দেননি। উম্পুন বিপর্যয়ে ত্রাণের হিসাব নেই। তাই আমরা কৃষ্ণ ঘোষের পদত্যাগ চাইছি।’