করোনার জেরে গত তিন মাসে বিরাট ধাক্কা খেয়েছে সব ধরণের ব্যবসা-বাণিজ্য৷ সেই তালিকায় সবার উপরেই থাকবে যাত্রীবাহী বিমান পরিষেবা৷ লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বিমান ওঠানামা বন্ধ থাকার পর পরিষেবা চালু হলেও কোভিডের ভয় এখন বিমানযাত্রার ছবিটা আর আগের মতো নেই৷ যারাও ট্রাভেল করছেন, তারা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে থাকেন৷ ভারতের প্রত্যেক বিমান সংস্থাই গত কয়েক মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ ফের কবে এয়ারলাইন্সগুলি লাভের মুখ দেখবে, তার সঠিক ধারণা কারোর কাছেই নেই৷
এয়ারলাইন্সগুলি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতন কমানোর কথাও ভেবেছে৷ রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া এমনিতেই গত কয়েক বছর ধরে চরম লোকসানের মধ্যে দিয়ে চলছে৷ এই অবস্থায় এখন বিমান পরিষেবা চালিয়ে যাওয়াই দিন দিন কঠিন হচ্ছে৷ সংস্থার স্থায়ী কর্মীদের তাই ৬০ শতাংশ বেতন নিয়ে সপ্তাহে তিন দিন কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে৷
শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে এই ‘সর্টার ওয়ার্কিং উইক স্কিম’ এর ঘোষণা করা হয়। এই স্কিমের আওতায় পাইলট ও কেবিন ক্রু ছাড়া বাকি স্থায়ী কর্মীরা চাইলে সপ্তাহে তিনদিন কাজ করতে পারেন। সেক্ষেত্রে ৬০ শতাংশ বেতন তাঁদের দেওয়া হবে। এই শর্তে রাজি থাকলে তাঁদের কাজ করতে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি এই প্রস্তাবে যাঁরা রাজি থাকবেন তাঁদের চাকরি যাবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। আপাতত এক বছর এই ভাবে কাজ চালানোর চিন্তাভাবনা করছে এয়ার ইন্ডিয়া৷