জম্মু-কাশ্মীরে পর পর জঙ্গী হামলায় টানা উত্তেজনা চলছেই। একাধিক জঙ্গীদের খতম করে সাফল্য পাচ্ছে ভারতীয় সেনা। সেই সাফল্যের গতি একভাবে রয়েছে। আজ দক্ষিণ কাশ্মীরের পম্পোরে এবং সোপিয়ানে একই সঙ্গে ২টি এনকাউন্টারে খতম হয়েছে ৬ জঙ্গী। দুই জায়গায় যৌথ অপারেশন চলছে গতকাল রাত থেকেই।
সেনা সূত্রে খবর, পম্পোরে এনকাউন্টারে ইতিমধ্যেই ২ জন জঙ্গীকে খতম করা হয়েছে যাদের দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সোপিয়ানে ৪ জঙ্গী ভারতীয় সেনাবাহিনীর ফাঁদে আটকে ছিল, যাদের নিকেশ করা হয়েছে। জানা গিয়েছে, পম্পোরেতে জঙ্গীদের আত্মসমর্পণ করতে বলা হলেও তারা সেনাবাহিনীর ওপর হামলা চালায়।