বাংলাকে করোনা মুক্ত করতে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। লড়ছেন আশা কর্মীরাও। মমতার চোখে তারাও যোদ্ধা। তাই আশাকর্মীদের ভাতা বাড়ালেন মমতা।
তাঁরা বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। সেই সঙ্গে কারোর করোনা উপসর্গ দেখা দিলেই স্বাস্থ্য দফতরে যোগাযোগ করছেন। তাই আশাকর্মীদের করোনা মোকবিলায় সামনের সারির যোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। আর তাই হাজার টাকা করে ভাতা বাড়ানো হল।
রাজ্যের তরফ থেকে আশাকর্মীরা মাসে সাড়ে ৩ হাজার টাকা করে পান। ১ হাজার টাকা বাড়ায় এবার তাঁরা সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন। রাজ্যে ৫৩ হাজার আশাকর্মী রয়েছেন।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, ‘আমার আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ আছে এমন ৪ হাজার ৩৩৭ জন রোগীর সন্ধান দিয়েছেন। রাজ্যের ‘সন্ধানে’ অ্যাপের সাহায্যে অসুস্থদের তথ্য সংগ্রহ করেছেন। করোনা পরীক্ষায় সেই তথ্য বিশেষ কাজে লেগেছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের কাজের এই স্বীকৃতি হিসেবে ১ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’