এবার করোনায় উপসর্গ দেখা দিল অরবিন্দ কেজরিওয়ালের শরীরে। আশঙ্কা করা হচ্ছে, করোনা আক্রান্ত হয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছে এক বেসরকারি সংবাদ সংস্থা। খুব শীঘ্রই তাঁর সোয়াব টেস্ট করা হবে বলে খবর। জানা গিয়েছে, রবিবার থেকেই তাঁর হালকা জ্বর, গলা ব্যথা শুরু হয়। আর দেহে করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই কেজরিওয়াল সব ধরণের বৈঠক বাতিল করে দিয়েছেন। পাশাপাশি হোম আইসোলেশনেও চলে গিয়েছেন তিনি।
রবিবার রাতেই অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি ঘোষণা করেন দিল্লীর সব সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সংকটের সময় আগে দিল্লীর বাসিন্দারাই ভর্তির সুযোগ পাবেন। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের নিরিখে দিল্লী এখন তৃতীয় স্থানে। সেখানে এখনও পর্যন্ত ২৮,৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৮১২ জন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর শরীরে সংক্রমণ ঘটলে দিল্লীবাসীর উদ্বেগ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।