জার্মানিতে বুন্দেশলিগা দাবা লিগ খেলতে গিয়ে লকডাউনের কবলে পড়ে যান বিশ্বনাথন আনন্দ। আচমকা বন্ধ হয়ে যায় ভারতে ফেরার সমস্ত বিমান। তবে বন্দী দশা কাটিয়ে অবশেষে ঘরে ফিরলেন আনন্দ।
গত এক সপ্তাহ বেঙ্গালুরুর হোটেলে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে শনিবার রাতে চেন্নাইয়ের বাড়িতে ফিরলেন বিশ্বনাথন আনন্দ। তবে বাড়িতে ফিরেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ুকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন আনন্দকে আরও সাতদিন পর্যবেক্ষণে রাখতে চায়।
ভারতের সর্বকালের সেরা দাবাড়ুর স্ত্রী অরুণা আনন্দ বলেন, ‘ভিশি ভালো রয়েছে। অবশেষ সে ঘরে ফেরায় আমরা দারুণ খুশি। নাগরিক স্বার্থের কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো আরও কিছুদিন যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে ভিশি। বাড়িতে ফেরার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজের কক্ষে প্রবেশ করে সরাসরি দরজা বন্ধ করে দেয় আনন্দ। বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছেন। ফলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনওভাবেই সমঝোতা করতে রাজি নয় সে।’ হোম কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ন’বছরের সন্তান অখিলের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য মুখিয়ে রয়েছেন আনন্দ। একই সঙ্গে ঘরের খাবারের আস্বাদ পাওয়ার জন্যও ব্যাকুল তিনি।