দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে চীন ও ইরানকে টপকে গিয়েছিল ভারত।তারপর এগিয়ে গিয়েছে ইতালি, স্পেনের থেকেও। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। রবিবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৯৮৩ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২৫৬৬১১ জন।
আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লী ও গুজরাত। এর মধ্যে একা মহারাষ্ট্রই আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলল চীনকে। গত ২৪ ঘণ্টায় ৩০০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৮৫৯৭৫ জন। এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৩১৬৬৭ জন। রাজধানী দিল্লীতে মোট ২৭৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাতে মোট আক্রান্ত ২০০৭০ জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ২০৬ জনের। এর ফলে দেশে করোনায় মৃত্যু হল মোট ৭১৩৫ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৩০৬০ জনের। গুজরাত এবং দিল্লীতে যথাক্রমে ১২৪৯ ও ৭৬১ জনের মৃত্যু হয়েছে।