উম্পুনের তাণ্ডবে ভেঙেচুরে গেছে সুন্দরবন। তবে এবার বিধ্বস্ত অঞ্চলে একশো দিনের শ্রমিকদের কাজের মজুরি ছাড়াও কাজের বিনিময়ে খাদ্যও দেওয়া শুরু হল। এবার কাজ করলেই মিলবে চাল, ডাল, আলু, তেল, মশলা, বিস্কুট। এ ছাড়া সঙ্গে মজুরি তো রয়েছেই। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে সুন্দরবনের ক্যানিং ১ ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত।
একশো দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কাজে উৎসাহ জোগাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কর্মকাণ্ডে পঞ্চায়েতপ্রধান তাপসী সাঁপুই প্রায় ১৬০ জন শ্রমিকের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। তাতে চাল, ডালের পাশাপাশি রান্নার মশলার সামগ্রীও ছিল। তাঁর মতে, শ্রমিকরা এই কাজের মজুরি পান।
গত ২০ মে উম্পুন ঝড়ের তাণ্ডবে ক্যানিংয়ে মাতলা নদীর বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত হয়। আবার সামনেই পূর্ণিমার ভরা কোটাল। অস্বাভাবিক বাড়তে পারে নদীর জল। ফের বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। তাই পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় মানুষজন নদীর বাঁধ মেরামতির কাজ করছেন। ১০০ দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকরাও এখন প্রায় সর্বহারা। তাই তাঁদের জন্যই এমন উদ্যোগ প্রশাসনের।