ভারতে থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিলেন হাইকমিশনের দুই আধিকারিক। গোপন সূত্রে এই খবর পেয়ে নড়েচড়ে বসে নয়াদিল্লী। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই দুজনকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই দুজন পাক হাইকমিশনের ভিসা বিভাগের কর্মী। এদেশে থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে একাধিক গোপন তথ্য সরবরাহ করছিলেন তারা।
এই দুই পাক আধিকারিকের নাম আবিদ হোসেন ও তাহির খান। এই দুজনকে গত রবিবার হাতেনাতে ধরে ফেলে দিল্লী পুলিশের স্পেশাল সেল। তাদের জেরা করেই সব তথ্য জানা গিয়েছে। তারা জানিয়েছে, এদেশে থেকেই তারা বহুদিন ধরে আইএসআই এর হয়ে কাজ করতো।
এক বিবৃতি পেশ করে বলা হয়েছে, ওই দুই কর্মী যে কাজ করছেন তা তাদের পদের অপমান করে। যে উচ্চপদে তারা কাজ করছেন এই কাজ তার সঙ্গে বেমানান। তাই তাদেরকে অবাঞ্ছিত হিসাবে বিবেচিত করা হচ্ছে। এই প্রেক্ষিতে এই তাদের আগামী এক দিনের মধ্যেই দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।