দেশ জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। যাকে আনলক ১ ও বলা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে রাশ। আর এই আনলক ১ এর প্রথম দিনেই রাজ্যে খুলে গেল মোটর ভেহিক্যালস। সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে অবধি খোলা থাকবে টাকা নেওয়ার কাউন্টার। তবে পরিবহণ দফতর বলছে, অনলাইনে যেন ফিজ বা টাকা মেটানো হয়। রাজ্যের প্রতিটি মোটর ভেহিক্যালসে দিনে অন্তত ৫০টি গাড়ির রেজিষ্ট্রেশন করা হবে।
দেশে লকডাউনের আগে একাধিক জায়গায় মোটরবাইক, গাড়ি বিক্রি হয়েছে। ক্রেতারা শোরুম থেকে সেই সব গাড়ি হাতে পেয়েও গেছেন। তবে এই সব গাড়ির কোনও রেজিষ্ট্রেশন হয়নি পরিবহণ দফতরের খাতায়। ফলে বিনা নাম্বার প্লেটের গাড়ি ঘুরে বেড়িয়েছে রাজ্যে।
মোটর ভেহিক্যালস খুলে যাওয়ায় খুশি গাড়ির মালিকরা। তারা জানাচ্ছেন ট্যাক্স থেকে রেজিষ্ট্রেশন নানা কাজে বিস্তর অসুবিধা হচ্ছিল। যেহেতু রাস্তায় অনেক গাড়ি চলাচল শুরু হয়ে গেছে তাই তাদের গাড়ি রাস্তায় নামাতে হত। এই অবস্থায় মোটর ভেহিক্যালস না খুললে সমস্যা হত।
রাজ্য পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ৩টে অবধি টাকা জমা দেওয়া হবে। কাউন্টার খোলা থাকবে। তবে অফিস কাউন্টার খোলা থাকলেও পরিবহণ দফতরের হিসেব বলছে অনলাইনেই আবেদন বা পেমেন্ট বেশি হবে। আর দফতরও চাইছে তাই হোক।
গাড়ির রেজিষ্ট্রেশন কাজ আজ থেকে শুরু হলেও, সিএফ বা ফিটনেস সারটিফিকেট দেওয়ার কাজ হবে না। কারণ গাড়ির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করা হবে না এখন। যেহেতু সমস্ত কর্মী এখনই কাজে যোগ দিচ্ছেন না তাই এই সিদ্ধান্ত।