চাল, গমের সঙ্গে এবার বিনামূল্যে ডালও মিলবে রেশন দোকানে। প্রতি পরিবার মাসে এক কেজি করে ডাল পাবে। মমতা সরকারের খাদ্য সাথী প্রকল্পে এই ডাল দেওয়া হবে জুন, জুলাই ও আগস্ট মাসে।
তবে সকলেই এই সুবিধা পাবেন না। যাঁদের কাছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড রয়েছে তাঁরাই ডাল পাবেন। সরকারের ঘোষণা মতো জুন মাসে পরিবার পিছু এক কেজি করে মুসুর ডাল মিলবে। সেটা পাওয়া যাবে ১৬ থেকে ৩০ জুন। এর পরে জুলাই ও আগস্ট মাসে একই ভাবে বিনামূল্যে পরিবার পিছু এক কেজি করে মুগ ডাল দেওয়া হবে। দেওয়া হবে ১৫ জুলাই এবং ১৬ অগস্ট থেকে। তিন মাসেই মাসের শেষ দিন পর্যন্ত পাওয়া যাবে ডাল।
করোনা সংক্রমণের মধ্যে ভিড় এড়াতে এখন একবারে গোটা মাসের রেশন নেওয়ার সুবিধা দিচ্ছে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর। সেই সুবিধার কথা স্মরণ করিয়েই বলা হয়েছে, মাসের দ্বিতীয়ার্ধে গেলে চাল, আটা ও ডাল সম্পূর্ণ বিনামূল্যে একসঙ্গে নিয়ে নেওয়া যাবে। একই সঙ্গে জানানো হয়েছে অন্নপূর্ণ অন্ত্যোদয় প্রকল্পের কার্ড যাঁদের আছে তাঁর এই সময়ে ১৩.৫০ টাকা কেজি দরে চিনিও কিনতে পারবেন।